Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

১। ভোটার তালিকায় আইন অনুযায়ী প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের বিধি মোতাবেক ভোটার তালিকায় নাম অন্তভুক্ত করা।

২। নিধারিত ফি প্রদান সাপেক্ষে তালিকা/বিগত নির্বাচনের প্রদান করা।

৩।নিধারিত ফি প্রদান সাপেক্ষে তালিকার প্রত্যায়িত কপি/বিগত নিবাচনের রেকর্ডাদির প্রত্যায়িত  অনুলিপি প্রদান করা।

৪।ভোটার তালিকা হতে আবেদন সাপেক্ষে নাম  স্থানান্তর করা।

৫। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি

৬। জাতীয়পরিচয়পত্র হারিয়ে গেলে ডুপ্লিকেটকার্ডইস্যু করা।

৭। প্রবাসীরা(বাংলাদেশেআসা সাপেক্ষে) ছবিসহভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করা।

৮। ভোটার তালিকা জনসাধারণেরচাহিদা মোতাবেক আবেদনেরপ্রেক্ষিতে নির্ধারিত ফি প্রদান স্বাপেক্ষে প্রদর্শন করা ও প্রত্যায়িত কপি সরবরাহ করা।

৯। কীকী যোগ্যতা থাকলে জাতীয়পরিচয়পত্র পাওয়া যেতে পারে/ভোটারতালিকায় নাম অন্তর্ভুক্ত করাযেতে পারে, জাতীয়পরিচয়পত্র থাকলে কী কী নাগরিকসুবিধা পাওয়া যেতে পারে ইত্যাদিব্যাপারে জনসাধারণকে পরামর্শপ্রদান করা।

১০। ছবিসহভোটার তালিকা প্রণয়নেরউদ্দেশ্যে তথ্য সংগ্রহকারীও সুপারভাইজার নিয়োগদান ওপ্রশিক্ষণ প্রদান করা

১১। জাতীয়সংসদ ওবিভিন্ন স্থানীয়সরকার নির্বাচনের সময় নির্ধারিতফি-এরমাধ্যমে ছবিছাড়া ভোটারতালিকারসিডি সরবরাহ করা

১২। ভোটগ্রহণের নিমিত্ত ভোটকেন্দ্রস্থাপন এবং জনসাধারণকে অবহিতকরণ।

১৩। প্রশাসনিক কার্যাবলী।

১৪। অভিযোগ গ্রহন ও নিষ্পত্তি করা।

১৫। ভিবিন্ন কার্যাবলী সম্পাদন করা।